Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা নির্বাহী অফিসারের বার্তা

কাহালু উপজেলা বগুড়া জেলা তথা বাংলাদেশের একটি অন্যতম উপজেলা। এ উপজেলাকে বগুড়ার শস্য ভান্ডার বলে আখ্যায়িত করা হয়। এখানে অনেক জ্ঞানীগুনী লোক বাস করেন। এখনও এ উপজেলার অধিকাংশ মানুষের জীবনমান উন্নয়ন প্রয়োজন। একুশ শতকের বিশ্বয়ানের চ্যালেঞ্জ মোবাবেলায় যবু সমাজকে দক্ষ জনসম্পদে রূপান্তর করে কর্মসংস্থান সৃষ্টি  ও বর্তমান সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সেবাসমূহ দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে বগুড়ার কাহালু উপজেলা অগ্রনী ভূমিকা পালন করবে। কাহালু উপজেলার জনসাধারনের দ্বারে সরকারী সেবা সহজে পৌছে দিতে এই ওয়েব পোর্টাল ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করি। ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টারসমূহ ও ইউনিয়ন পোর্টাল সমূহ সম্পুরকভাবে সেবা দিয়ে যাচ্ছে। ফলে ইউনিয়নে থেকে উপজেলার বিভিন্ন দপ্তরের সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি বিশ্বের যেকোন প্রান্ত হতে কাহালু সম্পর্কে বিস্তারিত সকল তথ্য পাওয়া যাচ্ছে। বর্তমান সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে কাহালু উপজেলায় একটি উন্নয়নের জোয়ার সৃষ্টি এবং সাধারণ জনসাধারণের সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সদা সচেষ্ট। এ বিষয়ে সকলের সহযোগিতা ও পরামর্শ আন্তরিকভাবে গ্রহণ করা হবে।সমন্বিত উদ্দোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত কাহালু গড়াই আমাদের সকলের লক্ষ্য।

মোছাঃ মেরিনা আফরোজ                                                                                                                                                            

উপজেলা নির্বাহী অফিসার

কাহালু, বগুড়া