Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দধি সাগর
স্থান
কাহালু উপজেলার পাইকড়র ইউনিয়নের আড়োলা বাজারের পূর্বপার্শ্বে
কিভাবে যাওয়া যায়
বগুড়া কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড থেকে বাসযোগে দরগাহাট বাসষ্ট্যান্ড- সেখান থেকে রিক্সা অথবা সিএনজি যোগে আড়োলা বাজার।
বিস্তারিত

কাহালু উপজেলাধীন পাইকড় ইউনিয়নের আড়োলা হাটের সামান্য পূর্বে ঐতিহাসিক এ জলাশয়ের নাম ‘‘দধি সাগর’’।কথিত আছে বঙ্গপতি মহারাজাধিরাজ শাল বাহনের রাজত্বকালে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য এ পুকুরটি খনন করা হয়। পরবর্তীতে ঐ পুকুরে প্রতিমা বিসর্জনকালে প্রতিমাটি না ডোবায় দৈববাণী মারফত অবগত হয়ে রাজা পুকুরটিতে দুধ ঢেলে পানির রং সাদা করে দেন। সেই থেকে এ পুকুরটির নামকরণ ‘‘দধি সাগর’হয় বলে জনশ্রুতিতে জানা যায়। বর্তমানে পুকুরটির চারপাশে আশ্রায়ন প্রকল্প গড়ে তোলা হয়েছে।