Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কালু পীরের মাজার
স্থান
কাহালু উপজেলা সদরে কাহালু-মালঞ্চা রাস্তার পশ্চিম পার্শ্বে
কিভাবে যাওয়া যায়
বগুড়া সাতমাথা থেকে সিএনজি যোগে কাহালু চারমাথা সিএনজি ষ্ট্যান্ড সেখান থেকে ২০০ মিটার দক্ষিণে কাহালু থানার পার্শ্বে
বিস্তারিত

কাহালু উপজেলা সদরে কাহালু থানার অভ্যন্তরে অবস্থিত হযরত শাহ সুফী সৈয়দ কালু পীরের মাজার। জানা যায় তৎকালীন দরবেশ গাজী জিয়া উদ্দীন সাহেবের কনিষ্ঠ ভ্রাতা শাহ কালু নামের এক দরবেশ ইসলাম ধর্ম প্রচার করতে এসে এখানে মৃত্যুবরন করেন। এ সাধু পুরুষের নামানুসারে উপজেলার নামকরন ‘‘কাহালু’’ হয় বলে জনশ্রুতিতে প্রকাশ। প্রতি বছর ফাল্গুন মাসে এখানে ০২ (দুই) দিনব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়।