১৯৭১ সালের ১৩ ডিসেম্বরএ দিনে বগুড়ার কাহালু উপজেলা পাক হানাদার মুক্ত হয়েছিল। তাই ১৩ ডিসেম্বর কাহালু বাসীর জন্য একটি স্মরনীয় দিন। দিনটি ছিল সোমবার। স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের চাপের মুখে পাকসেনারা ১২ ডিসেম্বর কাহালু ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পরদিন সকালে (১৩ ডিসেম্বর) কাহালু বীর মুক্তিযোদ্ধাগন বীরদর্পে কাহালুতে প্রবেশ করার পর কাহালু বাজার এলাকায় সর্ব প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন কাহালুর বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলহাজ্ব হোসেন আলী। নয় মাসের যুদ্ধে এ উপজেলায় ঘটে গেছে অনেক কিছু। পাকসেনারা বিনা উষ্কানিতে উপজেলার জয়তুল, নশীরপাড়া, গিরাইল ,লক্ষ্ণীপুর, মুরইল, ডোমরগ্রাম ও কাহালু সদর এলাকার অনেক নিরীহ মানুষকে হত্যা করা ছাড়াও মানুষের বাড়ী ঘর আগুন দিয়ে পুড়ে দিয়েছে। কাহালু সেই বেদনা বিধুর দিন গুলো আজওঅনেকের মনে ভেসে আছে। ২০১০ সাল থেকে ১৩ ডিসেম্বর দিনটিকে ‘‘কাহালু হানাদার মুক্ত দিবস’’ হিসেবে পালন করা হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS