কাহালু উপজেলা সদর হতে প্রায় ১০ কিঃমিঃ উত্তরে পাইকড় ইউনিয়নের আড়োলা নামক গ্রামে শাল বাহন রাজার রাজপ্রসাদ নামে পরিচিত এ স্থানটি। প্রাচীন কালের এ ধ্বংসাবশেষদেখে রাজপ্রসাদের অবস্থান সম্পর্কে বেশ কিছুটা নিশ্চিত হওয়া যায়। রাজা শাল বাহন ছিলেন পাল বংশের এক শাসনকর্তা এবং তার কন্যার নাম ছিল অড়োলা দেবী। রাজার কন্যার নামানুসারে এ গ্রামের নামকরণ হয় ‘‘আড়োলা’’। দশম শতকের মধ্যবর্তী সময়ে সম্ভবতঃ এ প্রাসাদটি র্নিমিত হয় বলে এলকাবাসীর অনুমান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS