কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অর্ন্তগত দেওগ্রাম বাজারের সামান্য পূর্বে ফকিরপাড়া গ্রামে অবস্থিত সতীকন্যা বিবি সাহেবানী শাহজাদীর মাজার। জনশ্রুতিতে জানা যে, অপরূপা সুন্দরী বিবি সাহেবানীর পিতা জহির উদ্দীন ছিলেন একজন ধার্মিক ব্যক্তি। বিবি সাহেবানী তার পিতার ন্যায় সৎ চারিত্রিক গুনের অধিকারী ছিলেন। তার রূপ ও গুনে মুগ্ধ হয়ে এলাকার রাজা জমিদারগণ বিয়েরপ্রস্তাব পাঠালে তিনি তা প্রত্যাখ্যান করায় দেশের উত্তর এলাকার এক প্রতাপশালী জমিদার তাকে অপহরণের চেষ্টা করেন। তিনি তার সম্ভ্রম রক্ষার্থে মহান প্রভূর নিকট করেন হে প্রভূ আমি আর পৃথিবীতে থাকতে চাইনা মাটির নিচে যেতে চাই। প্রভূ তার প্রার্থনা সাথে সাথে মঞ্জুর করলে সেখানকার মাটি ফাঁকা হয়ে যায়বিবি সাহেবানী দ্রুতগতিতে মাটির মধ্যে প্রবেশ করেন এবং মাটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এ ঘটনার পর হতে বিবি সাহেবানী সেখানে চির নিন্দ্রায় শায়িত আছেন। বিবি সাহেবানীর এ কাহিনীর কোন দালিলিক প্রমান নেই, তবে ঘটনাটি শায়েস্তা খাঁর (হিজরী ৭৩৩, বাংলা ৭১৯ ইংরেজী ১৩১২) শাসন আমলে ঘটেছিল বলে এলাকাবাসীর অনুমান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS